টাঙ্গাইল প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করতে তারেক জিয়ার সাথে সলাপরামর্শ করার জন্য বিদেশে গেছে। তারা মা-ছেলে মিলে গত নির্বাচন পূর্ববর্তী জ্বালাও পোড়াও কর্মসূচীর থেকেও ভয়ঙ্কর নাশকতা করার পরিকল্পনা করছেন।

তিনি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ড. রাজ্জাক আরও বলেন, আজকের ছাত্রনেতারই আগামী দিনের দেশ রক্ষায় ভূমিকা রাখবে। এসময় তিনি বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনার মোকাবেলা করার জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।

মধুপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুর নাহার চাঁপা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএনইউ/এএস/জুলাই ২৭, ২০১৭)