স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবনের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ শুক্রবার ভোরে সিঙ্গাপুরের ন্যাশনাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি গত ১ জুলাই অসুস্থ হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

(ওএস/এসপি/জুলাই ২৮, ২০১৭)