স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জের উন্নয়নে সরকার মেগা প্রকল্প হাতে নিতে যাচ্ছে।

তিনি বলেন, এ প্রকল্পগুলো হবে প্রায় দুই হাজার কোটি টাকার। এই প্রকল্পের মাধ্যমে কেরানীগঞ্জকে বদলে দেওয়া হবে। প্রকল্পে থাকবে শুভাঢ্যা খালের তীর সংরক্ষণ করে সৌন্দর্যবর্ধন, ঢাকা-মাওয়া মহাসড়কে ৮ লেনের উন্নীতকরণ ও জিনজিরা জনিটাওয়ার পর্যন্ত ৪ লেনের সড়ক তৈরি। এ ছাড়া জিনজিরা সৈয়দপুর সড়কের নবাবগঞ্জ-দোহার পর্যন্ত ৬০০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে।

শুক্রবার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সরকার শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি কেরানীগঞ্জের রাস্তা-ঘাটেরও উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ সেক্টরকে আরো আধুনিকায়নের লক্ষ্যে এখানকার সকল বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে সঞ্চালনের পরিকল্পনা রয়েছে।’

আগানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৭)