স্টাফ রিপোর্টার : বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। নেতা-কর্মীসহ বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

শুক্রবার রাজধানীতে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির স্ট্যান্ডিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বন্যা, ত্রাণ সমন্বয় করার জন্য সভায় দলের পক্ষ থেকে পার্টি পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করা হয়।

রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুরুল হাসান, কমরেড নুর আহমদ বকুল ও কমরেড কামরুল আহসান।

সভায় দেশের বন্যা পরিস্থিতর অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমান যে অবস্থা তা আগামী মধ্য আগস্টে বাড়ার আশঙ্কা রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আগামীতে আরো বাড়তে পারে। বন্যায় হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি পার্টির সকল স্তরের নেতা-কর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৭)