গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জনসভাটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা অনুষ্ঠানের জন্য গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা জনসভা স্থগিতের বিষয়টি জানাতে পারেন।

আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে ওই কলেজ কেন্দ্রে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি জেনে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে জনসভাটি স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা বলেন, জনসভার কারণে ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর ভেন্যু পরিবর্তন করে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কলেজে স্থানান্তর করা হয়েছে। জনসভা স্থগিত হলেও পরিবর্তিত ভেন্যুতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আজ শনিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই সপ্তাহ ধরে এ ব্যাপারে জেলাব্যাপী পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হয়েছিল।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের আবেদনের ভিত্তিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষ জনসভার অনুমতিও দিয়েছিলেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা ছিল।

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০১৭)