বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের একদিনের সমপরিমান বেতনের ৩ লাখ ৬৪ হাজার টাকার  টাকা সংগ্রহ করে বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়ন পরিষদ প প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী শিবু লাল বসু। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক কামাল উদ্দিন, ডিজিএম মোবারক হোসেন সরকার, বড়লেখা পল্লী বিদ্যুত গ্রাহক সমিতির পরিচালক রঞ্জিত কুমার দাস, বড়লেখার ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, পল্লী বিদ্যুত সমিতির এজিএম (প্রশাসন) খাইরুল বাশার, আরআই আশিকুর রহমান, ডিজিএম (প্রকৌশলী) আবু সায়েম, এজিএম (মেম্বার সার্ভিস) শ্যামল চন্দ্র ঘোষ, এজিএম (অর্থ) রহমত-এ-সোবাহান, (অপারেশন মেইন্টেন্স) মোঃ আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য সুজিত চন্দ্র দাস, পল্লীবিদুতের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বর্ণী ও তালিমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি তেল, ১ কেজি লবন, ৬টি মোমবাতি, ১ ডজন দিয়াশলাই, ৬টি ওরস্যালাইন ও ৫০০ গ্রাম গুড় দেয়া হয়েছে। ৫০০ পরিবারের মধ্যে ৩ লাখ ৬৪ হাজার টাকার ত্রাণসামগ্রি বিতরণ করা হয়।

(ডিবি/এএস/জুলাই ২৯, ২০১৭)