দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীতে হাজং সমাবেশ, মেলা ও দেউলী উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

একাডেমীর পরিচালক যতিন্দ্র সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলম। সম্মানিত অতিথি হিসেবে হাজং কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সিদ্ধার্থ দে, টিডব্লিওএ এর সেক্রেটারী জেনারেল স্বর্ন কান্ত হাজং, হাজংমাতা রাশি মনি কল্যান ট্রাস্ট এর সভাপতি মতি লাল হাজং, একাডেমীর সদস্য খগেন্দ্র হাজং, বাংলাদেশ জাতীয় হাজং উন্নয়ন সংগঠন এর সহ সভাপতি স্বপন হাজং প্রমুখ। সবশেষে দুর্গাপুর কলমাকান্দা ও ধোবাউড়া সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
(এনএস/এএস/জুন ২৬, ২০১৪)