নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরে নানা আয়োজনে ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী’ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়।

জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরে এক মাদক বিরোধী র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি মাদ্রাসা মোড় এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাফর উল্লাহ, পুলিশ সুপার বাসুদেব বণিক, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক শাহাজালাল খান,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,দিলারা বেগম পারুল প্রমুখ।

(এমআর/এটিআর/জুন ২৬, ২০১৪)