সাপাহার সীমান্তে বাংলাদেশি আটক
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে আব্দুস সামাদ ওরফে বাবু (৩২) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। রবিবার ভোরে ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটক গরু ব্যবসায়ী সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামের রহমত আলীর ছেলে।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে আব্দুস সামাদসহ ৮-১০ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধ্য ভাবে ভারতে গরু আনতে যান। ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় আজ ভোর সাড়ে ৫টার দিকে করমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করেন।
এসময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসে। ভারতের অভ্যন্তরে আব্দুস সামাদকে আটক করে।
বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইঞ্জিনিয়ার খিজির খান বলেন, বিষয়টি সকালে জানাজানি হলে বিএসএফের হাতে আটক গরু ব্যবসায়ীকে ফেরতে চেয়ে ও পতাকা বৈঠকের জন্যে চিঠি পাঠানো হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)