মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : পুলিশ এসল্ট মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালত এর বিচারক।

আদালত সূত্রে জানা যায়, রবিবার একটি পুলিশ এসল্ট মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালত মৌলভীবাজার-এ হাজিরা দিতে যান মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ।

এসময় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। গাজী মারুফের আইনজীবি এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী জানান, জি আর ২৮৪/১৪ (সদর) একটি রাজনৈতিক ও পুলিশ এসল্ট মামলায় আমরা গাজী মারুফের পক্ষে আদালতে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। তিনি বলেন, আমরা আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে পরবর্তিতে জামিন চাইব।

(একে/এএস/জুলাই ৩০, ২০১৭)