মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সঙ্গতি অসঙ্গতি নিয়ে আলোচনা কিংবা সমালোচনার ধরন এখন অনেকটা পরিবর্তন হচ্ছে দিনদিন। দেশের অনেক জায়গায় বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও নিচ্ছে অন্যরকম রূপ। এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শতশত শিক্ষক-শিক্ষার্থী মিলে বাঁশের বেড়ায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন কতৃপক্ষের খামখেয়ালীপনার বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এর সম্মুখে পৌরসভার ময়লা আর্বজনা ফেলার ডিপোটি স্থানান্তরের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। শ্রীমঙ্গল কলেজ রোডস্থ ময়লার ডিপোতে ময়লার গাড়ী আটকিয়ে সেখানে বাঁশের বেড়া দিয়ে প্রতিবাদ জানানো হয়।

সোমবার সকালে শ্রীমঙ্গল সরকারী কলেজে, দি বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সামনে অবস্থিত ময়লার ভাগারটি সরানোর দাবীতে বিক্ষোভ করেন ছাত্র-ছাত্রীরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলী, ময়লার ডিপো অপসারণ আন্দোলন কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক স¤পাদক মো: তহিরুল ইসলাম মিলন, প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জেটি রোড এলাকার অধিগ্রহণকৃত জমিতে নতুনভাবে ময়লার ভাগাড় নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট ওই জমির উপর প্রথমে স্থগিতাদেশ প্রদান করেন। পরে ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট পিটিশনটি খারিজ করে দিলে জেলা প্রশাসকের নির্দেশে গত ১৩ ও ১৫ জুন পৌরসভা ওই জমিতে কাজ করতে গেলে বাঁধার সম্মূখীন হয়।

(একে/এএস/জুলাই ৩১, ২০১৭)