টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনার তীরবর্তী এলাকার বন্যার্তদের মাঝে মঙ্গলবার এফবিসিসিআই’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ’র পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক আবু নাসের, হাবিব উল্লাহ ডন ও রাশেদুল হোসেন চৌধুরী প্রমুখ।

সংগঠনের পরিচালক আবু নাসেরের সহযোগিতায় স্থানীয় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

(আরকেপি/এএস/আগস্ট ০১, ২০১৭)