নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ‘শ্রীশ্রী জন্মাষ্টমী’ উৎসব উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় শহরের রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়িতে (আখড়াবাড়ি) জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম সম্পাদক প্রতাপ সরকার ও পিযুষ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক মাধব কর্মকার, বৈদ্যনাথ কর্মকার (ধামইরহাট), গৌতম দে (পত্নীতলা), মধুসুদন প্রামানিক (আত্রাই), সুবাস চন্দ্র সরকার (রানীনগর), অজিত কুমার মন্ডল (মহাদেবপুর), মন্মথ সাহা (সাপাহার), মুন্নী শর্মা, ইন্দ্রানী সাহা প্রমুখ।
সভায় আগামী ১৪ আগষ্ট জেলা সদরসহ প্রতিটি উপজেলায় র্যালীসহ জন্মাষ্টমী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ পত্নীতলা উপজেলা কমিটি এবং সাংগঠনিক কর্মকান্ডে ব্যর্থতার কারনে নওগাঁ পৌর কমিটি ভেঙ্গে দেয়া হয়। এর আগে সকাল ১০টায় বদলগাছী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রয়াত তুহিন কান্তি চৌধুরী পঙ্কজ ও আত্রাই উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রয়াত সুবীর কুমার সরকারের আত্মার শান্তি কামনা করে শ্রীমদ্ভগবত গীতা পাঠ এবং সভার শুরুতে দাঁড়িয়ে ১মিনিট নীরতা পালন করা হয়।
(বিএম/এএস/আগস্ট ০৪, ২০১৭)