মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো: শফিকুল ইসলামের বদলীজনিত বিদায় উপলক্ষে সম্বর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজন করা হয় সম্বর্ধনা অনুষ্ঠানের। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেনের সঞ্চালনায় ও পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রনধীর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট আমিরুল ইসলাম ও এডভোকেট আবুল কালাম জিলা, পৌর কাউন্সিলার আয়াছ আহমদ, পৌর কাউন্সিলার আসাদ হোসেন মক্কু , সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলার শ্যমলী পুরকায়াস্থ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, আইনজীবি ও সরকারি পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে কোদালছড়া খনন কাজের বিষয়ে তার সহযোগিতার কথা উল্লেখ করে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো: শফিকুল ইসলাম এর সহযোগীতার কারনেই সম্ভব হয়েছে সঠিক সময়ে কোদালীছড়া খনন কাজ করার, এই কোদালীছড়া খনন করতে যেয়ে পৌরসভাকে অনেক মামলার সম্মুখিন হতে হয়েছে। এক মাত্র উনার কারনেই একটি মামলা দিয়েও হয়রানী করে আমাদের খনন কাজ আটকাতে পারেনি। এসময় তিনি দাবী করেন, কোদালীছড়া খননের কারনে এবছর পৌর এলাকায় জলাবদ্ধতা হয়নি।
পরে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সোপ দিয়ে আপ্যায়ন করানো হয়।

(একে/এএস/আগস্ট ০৬, ২০১৭)