স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর গেলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ-এর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

সিপিএ সিঙ্গাপুর শাখার আমন্ত্রণে রবিবার তিনি ঢাকা ত্যাগ করেছেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, স্পিকার ৭ থেকে ১২ আগস্ট তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন। সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি সিপিএ সিঙ্গাপুর শাখার আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সিঙ্গাপুর পার্লামেন্টের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৭)