মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা সদরে প্রায় পঁচিশ হাজার নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কাজ করছেন দলটির নেতারা।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে স্থাপিত নতুন বুত ও লাল ফিতা কেটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম, নাসের রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম,এ মুকিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার আক্তার শিউলী, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান মজনু, যুবদল নেতা মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলার অলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হাই পিপলু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগের দিন সোমবার বিকাল ৫ টায় শহরের বেরিরচর এলাকায় পৌর বিএনপি নেতা অলিউর রহমানের বাসায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয় । নেতারা জানান, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের নতুন সদস্য সংগ্রহের লক্ষে সদরের বিভিন্ন ইউনিয়রে ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয়েছে,আগামী ১৫ আগস্টের মধ্যে নতুন সদস্য ও নবায়ন তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। এ পর্যন্ত কতজন নতুন সদস্য হয়েছেন জানতে চাইলে তিনি বলেন ৩ দিন হলো মাত্র সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ।

(একে/এএস/আগস্ট ০৮, ২০১৭)