বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, সম্প্রতি বন্যায় গ্রামীন রাস্তা সমুহের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যথাসম্ভব দ্রুত  সরকার ক্ষতিগ্রস্ত রাস্তা সমুহ সংস্কারের উদ্দোগ গ্রহন করবে। উন্নয়নের ধারাবহিকতায় রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রতিকের প্রার্থীকে বিজয়ী করুন। এলাকার উন্নয়নের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ 

তিনি বুধবার বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রাম এবং আরএইচডি-বাজনিছড়া গাংকুল খানকার টিলা রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৭ লাখ ১০ হাজার ২৪৯ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণের পৃথক পৃথকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন ডিলার, ছাত্রলীগ নেতা সাহিদুর রহমান সাইদুল প্রমুখ।

(এলএস/এএস/আগস্ট ০৯, ২০১৭)