স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সবুজায়নকে প্রাধান্য দিয়ে মাঠ ও পার্ক আধুনিকায়নের কাজ করছে। এ জন্য নতুন নকশা হয়েছে। দ্রুতই কাজ শেষ হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, কোনো এক মনীষী বলেছিলেন, স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে না। স্বপ্ন হলো তাই, যা মানুষকে ঘুমাতে দেয় না। আমি আলোকিত ও সবুজ নগরের স্বপ্ন দেখেছিলাম। আলোকিত নগরের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। রাজধানীতে সবুজের স্বপ্নও বাস্তবায়িত হবে। আপনারা স্বপ্নের সঙ্গে সম্পৃক্ত হোন।

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে মিতালী বিদ্যালয়ে ‘সবুজ স্কুল গড়ি’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বিদ্যাপীঠ গড়ার অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে পরিবর্তন চাই নামক একটি সংগঠনের উদ্যোগে দেশের ১০০টি স্কুল সুন্দর ও টেকসইভাবে পরিচ্ছন্ন করার এ কর্মসূচী উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

সংগঠনের চেয়ারম্যান ফিদা হক জানান, ২০১৪ সালে শুরু হওয়া এ কর্মসূচি এ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। সারাদেশে প্রায় ১ লাখ ১০ হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশ নেবে।

অনুষ্ঠানে ডিএসসিসির ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৭)