স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছে থাকা দরজার লকের ভেতর থেকে এক কেজি ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৫ নং ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানের ওই ফ্লাইটটির সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়।

সিঙ্গাপুর থেকে আসা ময়মনসিংহের ভালুকার আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুরের রামগতির তপন চন্দ্র পাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়। ব্যাগে থাকা ৮টি ডোর লকের ভেতর স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়।

পরে ওই লক ভেঙে ৬১ টুকরা স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০১৭)