স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৬শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধারকৃত এসব সোনার দাম প্রায় ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালিন্দো এয়ারলাইন্সের ওডি-১৬২ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় আসা ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারী রাখা হয়। মালয়েশিয়া থেকে আসা ঢাকার দোহারের যাত্রী ফজর আলী এবং অপর যাত্রী কুমিল্লার বুড়িচং এলাকার মো. কামাল হোসেনের ব্যাগেজ স্ক্যানের পর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে প্রাথমিকভাবে তাদের শরীর তল্লাশি করা হয়।

তিনি বলেন, শরীর তল্লাশির পর কোনো স্বর্ণ না পাওয়ায় পরবর্তীতে বিমানবন্দরে ব্যবহৃত আর্চওয়েতে নিয়ে তাদের শরীর থেকে ধাতব জাতীয় পদার্থ অপসারণ করে হাঁটালে হাই ফ্রিকোয়েন্সিতে ধাতব জাতীয় পদার্থ থাকার সিগন্যাল পাওয়া যায়। যাত্রী দুইজন তখন তাদের রেক্টামে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে যাত্রী দুজনকে বিমানবন্দরের টয়লেটে নিয়ে গিয়ে তাদের রেক্টামে থাকা মোট ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০১৭)