স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ পরিস্থিতি আগামী আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

ঢাকায় গত কয়েক দিন শ্রাবণের বৃষ্টির বিরতি ছিল। তবে গতকাল বৃহস্পতিবার (২৭ শ্রাবণ) রাত থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ দশমিক ৪ মিলিমিটার।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আগামী ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারাদেশের আবহাওয়া অনেকটা এমনই থাকবে। কখনো ভারী, আবার কখনো বৃষ্টি একটু কমবে। এ সময়ে এমনই হয়।

ভারী বর্ষণের সতর্কবাণী দিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বৃষ্টি হতে পারে। এ ছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) সকাল পর্যন্ত (গত ২৪ ঘণ্টা) প্রায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৭১ মিলিমিটার।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০১৭)