নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দোডাঙ্গী গ্রামের কেফাতুল্লার ছেলে আলতাফ হোসেন (৬০) ও কিত্তলী গ্রামের সদের আলীর ছেলে সামছুল আলম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় আলতাফ হোসেন ও সামছুল আলমসহ কয়েকজন দেলুয়াবাড়ী বাজারে আটচালার নিচে একটি দোকানে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় একজন আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)