স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু কিছু নিয়ে যাননি, কোন দেনা রেখে যাননি। বঙ্গবন্ধু শুধু দিয়ে গেছেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেয়, পুরস্কৃত করে তারা খুনি ছাড়া আর কি? বাংলাদেশের মানুষের ভাগ্য যখন পরিবর্তন হতে যায়, এ দেশের মানুষ যখন একটু ভালো থাকার চেষ্টা করে তখনই চক্রান্ত শুরু হয়। এটা কেন?

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি কবিতা পাঠ করে শোনান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান আগস্টের ওপর লেখা বিষাদ সংগীত গেয়ে শোনান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শহীদ তাজউদ্দীনের কন্য সিমিন হোসেন রিমি, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আবেদ খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ও অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বলেন কোন একক ব্যক্তির দ্বারা দেশ স্বাধীন হয়নি, তাদের বলব ইয়াহিয়ার ভাষণ পড়েন ও শোনেন। বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে একক ব্যক্তি বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়ার রায় ঘোষণা করেছিলেন ইয়াহিয়া। আর কাউকে তো আসামি করা হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য একজনকেই দোষারোপ করেছে ইয়াহিয়া আর তিনি হলেন বঙ্গবন্ধু।’

শেখ হাসিনা বলেন, একক নেতৃত্ব বলতে বঙ্গবন্ধুর তো একটা সংগঠন ছিল। সংগঠনকে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। তার নির্দেশেই সবকিছু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা উল্লেখ না করে তিনি বলেন, কেউ যদি নির্বাচনে না আসে, কোন নেতা যদি ভুল করে তার ভুলের খেসারত তার দলকেই দিতে হবে।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৭)