স্টাফ রিপোর্টার : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলা হয়েছে। তবে কে বা কারা হামলা করেছে সে বিষয়ে জানা যায়নি।

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ইমরান এইচ সরকার বলেন, ‘কতিপয় দুষ্কৃতিকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের পাঁচকর্মী আহত হই। আমরা মামলা করবো।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘ইমরান এইচ সরকারের ওপর হামলা হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে সে ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি করছিল গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৭)