স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া যেসব অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের শক্তহাতে দমন করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

আমরা ভুলি নাই, ভুলব না- এ প্রতিপাদ্য নিয়ে শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে সাংস্কৃতির অঙ্গনের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেন।

সাংস্কৃতিক জোটের সভাপতি ও ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুকে আমরা ভুলি নাই, ভুলব না। যেসব অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের শক্তহাতে দমন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

(ওএস/এসপি/আগস্ট ১৯, ২০১৭)