বিনোদন ডেস্ক : হলিউডে প্রবেশের ইচ্ছার কথা জানিয়ে নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফ তার খোলামেলা একটি ছবি প্রকাশ করেছে। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল ঝড়।

এর আগে বলিউডের দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের খোলামেলা ছবি নিয়ে শুরু হয়েছিল আলোচনা। আর সে পথে এবার চলেছেন ক্যাটরিনা কাইফ।

আনন্দবাজার পত্রিকায় তাদের প্রতিবেদনে বলেছে, ‘কমলি গার্ল’ বা বলিউডের ‘শীলা’ নয়, এবার ‘গেম অব থ্রোনস’-এর ‘সন্সা’, ‘আর্যা’, ‘ব্র্যান’ হতে চান ক্যাটরিনা। রীতিমতো ‘ফ্যান্টাসি ড্রামা’ টেলি সিরিজে অভিনয় করতে চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ক্যাট।

সিরিয়ালের একটি চরিত্র জন স্নো-কে ‘ভালবেসে’ অভিনেত্রীর আবদার, ‘আমি কি গেম অব থ্রোনসে সুযোগ পেতে পারি!’

সিংহাসনের লড়াইয়ের এই টেলি-সিরিয়ালের সাজে সেজে ইনস্টাগ্রামে ক্যাটের খোলামেলা ছবি পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছে। চার লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।

আসলে যারা নাটকীয়তা, রোমাঞ্চ আর অ্যাকশন পছন্দ করেন, ‘গেম অব থ্রোনস’ তাদের জন্য হতে পারে একদম আদর্শ একটি ধারাবাহিক। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই মার্কিন টেলি সিরিজের এখন সপ্তম সিজন চলছে। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি হয়েছে, যা বর্তমানে বিনোদন দুনিয়ায় ‘হার্টথ্রব’।

ক্যাটরিনারও হয়তো অত্যন্ত পছন্দের এই সিরিয়াল। তা না হলে হঠাৎ এমন ইচ্ছে প্রকাশ করলেন কেন! তবে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং চলার মাঝেই ক্যাটের এমন পোস্ট ঘিরে কিন্তু অনেকেই ইঙ্গিত পাচ্ছেন নায়িকার হলিউড যাওয়া নিয়ে।

(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)