নাটোর প্রতিনিধি : নাটোরে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ প্রধান শিক্ষকের সন্ধানের দাবিতে মানববন্ধন করা হয়। শনিবার বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থীসহ নিখোঁজ পরিবারের স্বজনরা এই মানববন্ধন কর্মসুচী পালন করে

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নিখোঁজ প্রধান শিক্ষক শহিদূল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে জান্নাতুন সাজারাহ, বড়ভাই আব্দুস সাত্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ২জুন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শহিদুল ইসলাম শহরতলির চকআমহাটি এলাকায় তার নিজ বাড়িতে আসর নামাজ আদায় করে শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় খোজাখুজি করা হয়। খোজাখুজি করে না পেয়ে স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩ জুন নাটোর সদর থানায় একটি অপহরন মামলা করে। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। পরিবারের দাবি, গত ২৬ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে অপহরণ করা হয়েছে।
নাটোর থানার ওসি আসলাম হোসেন জানান, নিখোঁজ শিক্ষকের স্ত্রী থানায় একটি মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করাসহ নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভযান অব্যাহত রেখেছে।

(এমআর/এএস/জুন ২৮, ২০১৪)