নওগাঁ প্রতিনিধি : শনিবার দুপুরে নওগাঁর নবাগত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জেলা সদরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ নির্মূল  ও নওগাঁ শহরের যানজট নিরসনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত এই পুলিশ সুপার।

তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মূল তাঁর প্রথম কাজ। এক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমলে নেয়া হবে না। ইফটিজারদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ডিআইও-১ মোসলেম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম খান, কালিতলা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/আগস্ট ২৬, ২০১৭)