নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আসমাউল হোসেনা মনি (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। অপর দিকে ধান ক্ষেত থেকে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল বোর্ড ঘরের তোতা মিয়ার মেয়ে আমইল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী আসমাউল হোসেনা মনি (১৫) সোমবার বেলা ১১টায় মায়ের ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করেও বাঁচাতে পারেনি।

অপর দিকে একই ইউনিয়নের শালকোনা গ্রামের ধান ক্ষেত থেকে ওই গ্রামেরই রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিন বেলা ১১টায় গ্রামের পাশে ধান ক্ষেতে রবিউলের লাশ দেখে থানায় খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান জানান, গলায় ফাঁস দেয়া স্কুল ছাত্রীর লাশ থানা নিয়ে আসা হয়েছে। অপরদিকে ধান ক্ষেত থেকে উদ্ধার করা লাশটিকেও থানায় নিয়ে আসা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(বিএম/এএস/আগস্ট ২৮, ২০১৭)