সাভার প্রতিনিধি : সাভারে এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আতিউর (১৫) নামের এ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সাভারের কাতলাপুর বংশী নদী থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্র্তী কালিনগর গ্রামে ফুটবল খেলতে যায় আতিউর। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বংশী নদীতে আতিউরের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়।

পুলিশ খবর পেয়ে আতিউরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আতিউর সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার ফারুক মিয়ার ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এস/জুন ২৮, ২০১৪)