মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শিমখেতে গিয়ে ছাগল শিম খাওয়ায় পারুল বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার সিংগাইর উপজেলার বাহাদিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারুলের ছাগল প্রতিবেশী জাহিদের শিমখেতে গিয়ে শিম খায়। এনিয়ে পারুল বেগমের সঙ্গে জাহিদের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদের লোকজন পারুলের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)