নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁর মহাদেবপুরে বাক প্রতিবন্ধী শিশুর সরকারী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের অপসারন দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

এদিন নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহা-সড়কের মোলøাকুড়ি নামক স্থানে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম পূর্বপাড়ার মোঃ ফারুক হোসেনের বাক প্রতিবন্ধী শিশু জান্নাতুন ফেরদৌসকে (৮) উপজেলার সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রতি মাসে ৬শ’ করে টাকা বরাদ্দ দেয়। এই টাকা উত্তোলনে ওই প্রতিবন্ধীর নামে হিসাব নম্বর খোলা হয় উপজেলার উত্তরগ্রাম কৃষি উন্নয়ন ব্যাংক শাখায়।

অভিযোগ করা হয়, উত্তরগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফিরোজ হোসেন ওই প্রতিবন্ধীকে তার বাড়ি থেকে গত ৩০ জুলাই প্রতিবন্ধী ভাতার কার্ড নবায়ন করার নাম করে ওই কৃষি ব্যাংকে নিয়ে যায়। এ সময় বাক-প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌসের টিপসহি ব্যবহার করে ব্যাংক থেকে ১ বছরের ভাতা হিসেবে ৭ হাজার ২শ’ টাকা উত্তলোন করে ওই ইউপি সদস্য। উত্তোলনকৃত এ টাকা ইউপি সদস্য প্রতিবন্ধী শিশুসহ তার পরিবারকে না দিয়ে তিনি টাকাগুলো নিজেই আত্মসাত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা মোঃ ফারুক হোসেন।

ব্যাংক থেকে এ টাকা উত্তলোনের পর আত্মসাতের বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানি হলে সরকার দলীয় স্থানীয় কতিপয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তি ওই ইউপি সদস্যকে প্রতিবন্ধী ভাতার টাকা ফেরত দিতে বললে সে এ টাকা ফেরত দিতে অস্বাীকার করে। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই ইউপি সদস্যর অপসারণ দাবীতে মানববন্ধনসহ এদিন সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সধারণ সম্পাদক আজাম উদ্দীন, সমাজ সেবক নুরুজ্জামান, সাইদুর রহমান, ইউনুছ আলী, সোহেল রানা প্রমুখ।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)