স্টাফ রিপোর্টার : মিয়ানমারের জাতিগত সহিংসতায় নিহতদের স্মরণে সুপ্রিম কোর্টে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

মসজিদের খতিব মাওলনা মো. খুরশীদ আলমের ইমামতিতে জানাজায় আইনজীবী সিমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ওজিউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আইনজীবী ও মসজিদের মুসল্লিরা সমবেত হয়ে রোহিঙ্গাদের জন্য বিশেষ প্রার্থনা করেন।

এসময় উপস্থিত আইনজীবী ও মুসল্লিদের প্রতি বক্তারা মিয়ানমারে মানববতাবিরোধী এ গণহত্যায় আন্তর্জাতিক মহলকে জোরালো তৎপর হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আন্তর্জাতিক মহলের আরও বেশি তৎপরতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারকেও সোচ্চার হতে হবে। কারণ কোনো সুস্থ মানুষ এমন নির্যাতন মেনে নিতে পারে না।

রোহিঙ্গাদের স্থায়ীভাবে মিয়ানমারে বসবাসের সুযোগ দিতে জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া সু চির নোবেল প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)