নওগাঁ প্রতিনিধি : রবিবার বেলা ১১টায় নওগাঁয় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রামীন ফোনের সহযোগিতায় জেলার বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরন কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, নওগাঁ রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু।

এ সময় সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, নওগাঁ রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক মোঃ ইসহাক আলী, সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন, মাহিন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বন্যার্ত পরিবার প্রতি ১৫ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ১ লিটার করে সয়াবিন তেল, ১ কেজি করে সুজি, ১ কেজি করে চিনি এবং ১ কেজি করে লবন ত্রাণ হিসেবে বিতরণ করেন। উল্লেখ্য, নওগাঁ জেলার সদর উপজেলায় ৪শ’ রানীনগর উপজেলায় ৪শ’ সাপাহার উপজেলায় ১৫০, ধামইরহাট উপজেলায় ৩শ’ মান্দা উপজেলায় ৫শ’ এবং গ্রামীন ফোন নিজেরা পৃথকভাবে ২৩১টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করে।

অপরদিকে জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর, পাটিচরা, পত্নীতলা ও মাটিন্দর ইউপির ৪০ টি গ্রামের ৫২০ পরিবারের মাঝে বাংলাদেশ ন্যাজারীন মিশন নর্থ ওয়েষ্ট জেলার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রবিবার উপজেলার চকগোবিন্দ সিডিসি সেন্টারে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রান হিসাবে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ২ কেজি করে আলু, ১ লিটার করে তেল, সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৭)