নওগাঁ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জেলার পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন মতবিনিময় করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, বৈদ্যনাথ কর্মকার (ধামইরহাট), গৌতম কুমার দে (পতœীতলা), গোপাল চন্দ্র মন্ডল (সাপাহার), অবিনাশ দাস (নিয়ামতপুর), প্রবীন কুমার দাস (মান্দা), অজিত মন্ডল (মহাদেবপুর), মধুসুদন প্রামানিক (আত্রাই), সুবাস সরকার (রানীনগর), মাধব কর্মকার (সদর), পিযুষ কান্তি সরকার, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের শংকর রঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের চিত্তরঞ্জন সাহা প্রমুখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রকিবুল আখতার, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম খান, কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম সারোয়ারসহ জেলার ১১ থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৭)