নাটোর প্রতিনিধি : রোববার নাটোরের নলডাঙ্গায় পুলিশি বাধায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। নলডাঙ্গা হাইস্কুল চত্বরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির।

নলডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে পুলিশ বাধা দেয়। এতে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ রেদাউনুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আল মাসুদ মিলন, জেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আল মাসুদ মিলন জানান, সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করতে তারা আগেই লিখিত ভাবে পুলিশকে অবহিত করা ছিল।
নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির।

(এমআর/এএস/জুন ২৯, ২০১৪)