নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল ৯টায় অগ্রণী ব্যাংক নওগাঁ আঞ্চলিক কার্যালয়ে খেলাপী ঋন আদায়, ঋন বিতরণ, আমানত সংগ্রহ এবং হিসাব খোলাসহ সেবার মান উন্নয়নে মাসব্যাপী উদ্বুদ্ধকরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

অগ্রণী ব্যাংক নওগাঁ অফিসার সমিতির উদ্যোগে আয়োজিত উদ্বুদ্ধকরন কর্মসূচীর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সহকারী মহাব্যস্থাপক ও নওগাঁ অঞ্চল প্রধান মোঃ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও নওগাঁ শাখা প্রধান বাবলু মুহরী।

অফিসার সমিতির সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারন সম্পাদক মোঃ খালেদ সাইফুল্লাহ রিপন।

এ সময় নওগাঁ অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী সাধারন মানুষকে উপরোক্ত বিষয়ে উদ্বুদ্ধকরনের কার্যক্রম চলবে বলে সূত্র নিশ্চিত করেছে।


(বিএম/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)