গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় পৃথক স্থান থেকে ৩ হাজার ৫২পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার ভোর থেকে রাত সাড়ে ১১টা পযন্ত জেলা শহর ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউপির খামার পীরগাছা এলাকার রেজাউল করিমের ছেলে সাদ্দাম হোসেনকে (২৮) ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পারিবারিকভাবে সাদ্দাম, তার পিতা রেজাউল ও ভাই সোনা সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সকলের বিরুদ্ধে ৫টি করে মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়া অপর একটি অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি পূর্ব কমরনই গ্রামের দুলামিয়ার ছেলে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের অন্যতম মাদক ডিলার শহরের পূর্বপাড়া বানিয়ারজান এলাকার সাবেক পৌর কমিশনার আজাহার আলীর ছেলে আব্দুল খালেককে (৩০) ১ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

এছাড়া ফুলছড়ি উপজেলার রসুলপুর এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামবিল নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সামবিল ওই গ্রামের আকবর আলীর ছেলে।

গাইবান্ধা জেলা গোয়েন্দ পুলিশের (ডিবি ) ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, গাইবান্ধা শহরের মাদক ডিলার খালেককে পুলবন্দী এলাকায় ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে আটক করা হয়। এসময় তার দেহ তলøাশি করে ১ হাজার ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আব্দুল খালেক ও সাদ্দামের পরিবারের সকল সদস্য মাদক বিক্রির সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫টি করে মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা হয়েছে।


(এসআইআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)