নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় কমেজান বেওয়া হত্যা মামলার মুল আসামী সেকেন আলীকে পুলিশ আটক করেছে । রবিবার উপজেলার পারকৈল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সেকেন আলী ওই গ্রামের মৃত মজিদের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ মে নলডাঙ্গা উপজেলার পারকৈল গ্রামের ফজলুর ছেলে জাকির গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়। এসময় প্রতিবেশী মৃত মজিদের ছেলে সেকেন আলী তার জমির বাদাম চুরির অভিযোগ তুলে জাকিরকে মারপিট করে। এনিয়ে জাকিরের দাদী কমেজান বেওয়া বিষয়টি নিয়ে নালিশ জানাতে তাদের বাড়িতে যায়।

এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কমেজান বেওয়াকে ইট দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এঘটনায় ছেলে ফজলু বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলা দায়েরের পর থেকে সেকেন আলী পলাতক ছিল।

নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক সেকেন আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

(এমআর/এটিআর/জুন ২৯, ২০১৪)