শিবগঞ্জে অস্ত্রসহ ভারতীয় দম্পতি আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের মালদা জেলার কালিয়াচক থানার খড়িমনা গ্রামের আব্দুল কাদের (৫৭) ও তার স্ত্রী আলিফ নূর (৫২)।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম আবুল এহসান মঙ্গলবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আব্দুল কাদের ও তার স্ত্রী আলিফ নূরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি পিস্তুল, আটটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা অস্ত্র ব্যবসায়ী বলে জানান তিনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)