নিউজ ডেস্ক : রোহিঙ্গা সঙ্কট সমাধানে মুসলিম দেশগুলোর জোট ওআইসি'র সদস্য রাষ্ট্রগুলোকে জোরালো ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বেশি দেরি হওয়ার আগেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান করুন। রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ পূর্ণ বাস্তবায়নসহ ওআইসির সামনে বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বেশি দেরি হওয়ার আগেই রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমি ওআইসির দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশিরা ওআইসি'র যে কোনো পদক্ষেপে অংশ নিতে প্রস্তুত আছেন।

মঙ্গলবার জাতিসংঘের সদর দফতরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম ইস্যুতে ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। ওআইসির মহাসচিব ইউসেফ আল উথাইমিন বৈঠকে সভাপতিত্ব করেন।

এই সঙ্কটের শেকড় মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারকে খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা জাতিগত নিধনের অবসান দেখতে চাই। আমাদের মুসলিম ভাই-বোনদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। ওআইসির এই বৈঠকে ছয়টি প্রস্তাবনা তুলে ধরেছেন শেখ হাসিনা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৭)