নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে কাজ করার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারে পড়ে বিদুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার আশড়ন্দ মধইল বাজারে জনৈক মাইমুর চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন সকালে মাইমুর চৌধুরীর বাসায় উপজেলার ছোট বৈকন্ঠপুর গ্রামের মোঃ আবু তালেবের পুত্র মনিরুল ইসলাম (৪০) অন্যান্য মিস্ত্রিদের সঙ্গে ছাদের সাটারিং খোলার কাজ করছিল।

এসময় অসাবধণতাবশত মিস্ত্রি মনিরুল দোতালা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে বৈদ্যুতিক তারের ওপর পড়ে গেলে বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিক লোকজন আহত মনিরুলকে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।



(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)