নওগাঁ প্রতিনিধি : বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার পাশে ব্যক্তি উদ্যোগে ২হাজার তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নওগাঁর-নাটোর আঞ্চলিক মহাসড়ক, রেল লাইন ও গ্রামীণ সড়কের দুই ধারে মোঃ আল মামুন নামে এক গাছ পাগল স্বেচ্ছায় প্রায় ২হাজার তাল গাছের বীজ রোপন করেছেন। শুধু তাল গাছের বীজ রোপনই নয়, তিনি নিজ উদ্যোগে নিজ গ্রামের রাস্তা ও রেল লাইনের পাশ দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ফলদ ও ঔষধি গাছ রোপন করে আসছেন।

তিনি বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী সার্টিফিকেট বিভাগে কর্মরত আছেন। আগামী প্রজন্মদের জন্য সুন্দর এক সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে তিনি নিজের উদ্যোগে এই বৃক্ষ রোপন করে আসছেন। এসময় আল মামুনকে সার্বিক সহযোগিতা করেন গোনা গ্রামের আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আব্দুল মালেক প্রমুখ।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)