E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইউএনওর কাছে বখাটে দুই শিক্ষার্থীর নামে অভিযোগ

২০১৭ নভেম্বর ১৬ ১৭:১৩:০৯
ইউএনওর কাছে বখাটে দুই শিক্ষার্থীর নামে অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দুইজন বখাটে শিক্ষার্থীর উৎপাতে অতিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, সম্প্রতি ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বিপুল মোল্লা ও একাদশ শ্রেনীর সাব্বির হোসেন কলেজ চত্বরেসহ আসা-যাওয়ার পথে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে।

কলেজের শিক্ষকেরা জানান, ওই বখাটে শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন সময়ে অনেক ছাত্রীকেই উত্ত্যক্ত করেছে। কলেজ কর্তৃপক্ষ এসব ঘটনার মিমাংসাও করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে থানায়ও অভিযোগ করা হয়েছে। পুলিশও কলেজে এসে সৃষ্ট ঘটনার মিমাংসাও করেছেন। তবুও ওই বখাটেদের উৎপাত-অত্যাচার একটুকুও কমে নাই। বখাটেরা দল বেঁধে কলেজ চলাকালীন সময়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছে। এতে করে শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে। এ সব ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা অতিষ্ট হয়ে পড়েছেন।

কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার (১৪নভেম্বর)কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের আলোকে সর্বসম্মতিক্রমে সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকতার কাছে বুধবার বিকালে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন,অভিযোগের ভিক্তিতে বখাটে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test