E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলাপাড়ার ২৪০ শিক্ষার্থী পেল টিফিন বক্স ও পানির পট

২০১৮ এপ্রিল ১০ ১৭:০৮:৪০
কলাপাড়ার ২৪০ শিক্ষার্থী পেল টিফিন বক্স ও পানির পট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ২৪০ শিক্ষার্থীকে টিফিনবক্স ও পানির পট বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এটিও মো. রফিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মো. সিদ্দিক মুন্সী, ইউপি সদস্য মো. শামসুল আলম, অভিভাবক রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবক, জন প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউনিসেফ’র চাইল্ড ফ্রেন্ড স্কুল (সিএফএস) এর সহায়তায় “মিড ডে মিল” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৪০ জনকে টিফিন বক্স, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৭২ জনকে পানির পট এবং প্রাক প্রাথমিকের ২৮ শিক্ষার্থীকে বিস্কুট রাখার বক্স প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এটিও মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে “মিড ডে মিল” কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের এই উপকরণ প্রদান করা হবে।

(এমকেআর/এসপি/এপ্রিল ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test