E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কাপাসিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

২০১৮ অক্টোবর ২৬ ১৪:৩০:৩১
কাপাসিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : অভাব ও পারিবারিক কলহের জেরে গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার সনমানিয়া ইউনিয়নের সালদৈ এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার (৪০) স্থানীয় তাজউদ্দিনের স্ত্রী ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আতাউর রহমানের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই জুলহাস উদ্দিন জানান, প্রায় ২২ বছর আগে তাজউদ্দিনের সাথে রোজিনার পারিবারিকভাবে বিয়ে হয়। অভাব-অনটনে তার বোনকে তার স্বামী প্রতিনিয়ত মারধর করা হত। এ নিয়ে বেশ কয়েকবার এলাকায় দেন-দরবারও হয়েছে।

তিনি আরও জানান, ঝগড়ার পর গত বৃহস্পতিবার রোজিনা বাবার বাড়িতে যান। পরে তাকে বুঝিয়ে সোমবার রাতে স্বামীর বাড়িতে পাঠানো হয়। জুলহাস দাবি করেন, তার বোনকে গলাটিপে হত্যা করা হয়েছে। গলায় নীলাফুলা জখমের চিহ্ন রয়েছে।

তাজউদ্দিন পরিবার জানায়, রোজিনা ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উত্তরার আল-সেবা হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার এসআই কায়সার আহম্মদ জানান, নিহতের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

(এসকেডি/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test