E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলাপাড়ায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক সভা

২০১৯ জুলাই ২৫ ১৬:২৫:৩৭
কলাপাড়ায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ধরা গুজব রোধে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়ার জয়বাংলা বাজারে এক মানষিক ভারসাম্যহীন নারীকে ছেলে ধরা সন্দেহে গ্রামবাসীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই ছাত্রীর গায়ে অজ্ঞাত দুই ব্যক্তি তরল জাতীয় পদার্থ নিক্ষেপের ফলে তারা অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ায় এ গুজব আরো প্রকটভাবে ছড়িয়ে পড়ে সাগর উপকূলীয় এ উপজেলায়।

এ গুজব থেকে মানুষকে সচেতন করতে এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে আতংক কাটাতে এ সভাগুলোতে অন্তত অর্ধ লক্ষাধিক অভিভাবক, শিক্ষার্থী ও গ্রামবাসীরা উপস্থিত হয়।

আজ বৃহস্পতিবার কলাপাড়ার সাগর ঘেষা ধুলাসার ইউনিয়নের চর চাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা গুজব রোধে সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মসিউর রহসান, ৭১ টিভির কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শিক্ষক নুরুন্নবী, অভিভাবক কুলসুম বেগম, নাজমা বেগম, শিক্ষার্থী জামিল হোসেন নিবির ও নুরে আরা সাফা।

সভায় বক্তারা ছেলে ধরা আতংকে যাতে অভিভাববরা আতংকিত না হয় এজন্য সরকারের বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের প্রশংসা করেন। এবং গুজবে কান না দিয়ে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলে আইন হাতে তুলে না নিয়ে পুলিশের ৯৯৯ নম্বরে কল দিয়ে প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।

কলাপাড়া ও মহিপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ গুজব রোধে প্রশাসন সজাগ রয়েছে। ইতিমধ্যে কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা এবং প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করা হয়েছে।

(এম/এসপি/জুলাই ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test