E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেগমগঞ্জের ত্রিপল মার্ডার মামলার আসামী অন্য মামলায় কুমিল্লা জেলা কারাগারে

২০২২ জানুয়ারি ১৮ ১৭:৫৬:২৩
বেগমগঞ্জের ত্রিপল মার্ডার মামলার আসামী অন্য মামলায় কুমিল্লা জেলা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ থানার ত্রিপল মামলার আসামি ঠিকানা পরিবর্তন করে বর্তমানে লাকসাম থানার একটি মামলা গ্রেফতার হইয়া কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ত্রিপল মামলার আসামিকে নোয়াখালী বিশেষ জজ আদালত হতে পি.ডব্লিউ প্রেরণ করা হয়েছে।

সুত্রে জানা যায়, নোয়াখালী বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামরে হায়দর বক্স ব্যাপারি বাড়ির নুরুল ইসলাম ওরপে ফারুক মুহুরির পুত্র ফিরোজ মাহমুদ বাপ্পি বেগমগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ ২২/০৩/২০১৬খ্রিঃ হতে উদ্ভূত জি, আর ৪২৭/১৬ এবং তথা হইতে উদ্ভূত অত্রাদালতে বিচারাধীন দায়রা ৭৬৫/১৯নং (ত্রিফল মার্ডার) মামলার আসামী তিনি।

ফিরোজ মাহমুদ বাপ্পি নিজের ও মাতা-পিতার নাম এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন পলাতক ছিলো।
বর্তমান ফেনী-সদর, আব্দুর রহিম, ধুম সাদ্দা গ্রামের শাসছুকারী বাড়ি, পিতা: আব্দুর রহিম, মাতা: সায়মা বেগমের পুত্র মো: সাহরিয়া শুভ কুমিল্লা লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ড মধ্যম লাকসাম গ্রামের মায়ের দোয়া মঞ্জিল গরু বাজারের (তার ও মাতা-পিতার নাম ঠিকানা পরিবর্তন করে ভূয়া এ ঠিকানায় বসবাস করতঃ) বর্তমানে লাকসাম থানার এফ,আই.আর নং ০৭/০৭ তারিখ ০৯/০১/২০২২ জি,আর নং ০৭/২২নং মামলায় গ্রেফতার হইয়া বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় উক্ত আসামিকে আগামি ১৬/০২/২০২২খ্রিঃ তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় নোয়াখালী বিশেষ জজ আদালতে হাজির কারার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারাতত্ত্বাবধায়ক নিকট নোয়াখালী বিশেষ জজ আদালত কার্যালয় স্মারক নং-১৫১ তারিখ:- ১৭/০১/২০২২খ্রিঃ পি.ডব্লিউ প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test