E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল 

২০২২ আগস্ট ২১ ১৬:১৫:৫৯
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল 

মদন প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনেরর উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী, কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়াসহ উপজেলা ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী।

২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দেওয়ার দাবি জানান বক্তারা।

(এম/এসপি/আগস্ট ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test