E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্নচরে জাল দলিলের মামলায় গ্রেফতার ৩

২০২৩ মে ০১ ১৭:০৯:৫৪
সুবর্নচরে জাল দলিলের মামলায় গ্রেফতার ৩

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে জাল দলিলসৃজনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এর আগে একই মামলায় আরো দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

গততকাল রবিবার রাত ১০ টায় নোয়াখালী সদর মাইজদী দত্তের হাট গুরু বাজার থেকে মূল হোতা মামলার প্রধান আসামি আব্দুল হক কবিরকে চরজব্বর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাল দলিল সৃজনকারী আব্দুল হক কবির (৫০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের ফজলুল হকের পুত্র। ঐ মামলায় বাকি আসামিরা হলেন, চর আলা উদ্দিন গ্রামের এবং চর তোরাব আলী গ্রামের সামছল হকের পুত্র বোরহান উদ্দিন (৫২), মৃত হোসেনের পুত্র তাহের (৩০), আব্দুল্যাহর পুত্র আবুল কালাম বাবুল(৩৮) এবং মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের আব্দুল্যাহর পুত্র সাইফুল ইসলাম (৩৫)।

ভুক্তভোগি মামলার বাদী চর আলা উদ্দিন গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র আব্দুল মোতালেব(৬৮) এবং মামলাসুত্রে জানাযায় গ্রেফতারকৃত আব্দুল হক কবির মাইজদী সেটেলমেন্ট অফিসে দির্ঘদির ধরে দালালি করে আসছে তার সাথে উপরোক্ত অভিযুক্তরা তার সহযোগি হিসেবে কাজ করে আসছে। অভিযুক্ত আব্দুল হক কবির চর আলা উদ্দিন মোজার ৫৬৩ এবং ১২৪ ডিপি খতিয়ান প্রস্তুত করে থাকে। কখনো নিজ নামে, কখনো অন্যের নামে কখনো নিজে লেখন সেজে দির্ঘদিন মোহাম্মদপুর এবং চরক্লার্ক ইউনিয়নসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন মৌজায় অসংখ্য জাল দলীল করে আসছেন। এ বিষয়ে ভুক্তভোগি আব্দুল মোতালেব বাদী হয়ে নোয়াখালী সিনিয়র চীপ জুড়িশিয়াল ম্যাজিট্রেড আদালতে মামলা করেন মামলা নং সিআর ১৩২/২৩ ইং।

ভুক্তোভোগি আব্দুল মোতালেব জাল দলিল এবং ভূয়া নথি করে সাধারণ মানুষকে জিম্মি করে দির্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে, এই চক্রটির কারনে এলাকায় জায়গা জমি নিয়ে প্রায় মারধরসহ নানা মামলা মোকাদ্দমার শিকার হতেন অসহায় মানুষ। তাদের এমন জাল জালিয়াতির কারনে অনেক অসহায় গরিব মানুষ তাদের জায়গা জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতোনা।

আব্দু্ল কবিরকে গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেন ভুক্তভোগি একাধিক পরিবার।

এলাকাবাসী ও মামলার উকিল এনাম হোসেন বলেন, জাল দলিল সৃজনকারি আব্দু্ল হক কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলাল তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার এসআই নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত আবুল কালাম বাবুল, সাইফুল ইসলাম এবং মূল আসামি মোতালেবকে গ্রেফতার করা হয়েছে বাকি ২ জন পলাতক আছে তাদেরকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/মে ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test